How To Stop Promotional SMS (DO NOT DISTURB – DND Service)
জিপি সবচেয়ে বেশী প্রমোশনাল অফার দিয়ে গ্রাহকদের জ্বালায় বলে আমার মনে হয়।বাকিরাও অবশ্য কম যায়না।নাম্বার ব্লক করে রাখলেও দেখা যায় প্রতিনিয়তই নতুন নতুন সেন্ডার আইডি দিয়ে তারা এস এম এস প্রেরণ করে!যা হোক আজ এর মোটামুটি একটা সল্যুশন নিয়ে হাজির হয়েছি।
জিপির প্রমোশনাল মেসেজ বন্ধের উপায়ঃ *5935# ডায়াল করে ডু নট ডিস্টার্ব অন করে নিন। একটা প্রোমোশনাল এস এম এসও আসার কথা না এটি করলে।তবে দেখা যায় তারা মাঝে মাঝে কল করেও প্রমশনাল বিভিন্ন সার্ভিস দেয়ার ট্রাই করে।সবচেয়ে বেটার হয় কাস্টমার কেয়ারে কল সকল ধরণের প্রমোশনাল কল, এস এম এস বন্ধের অনুরোধ করলে।এই পদ্ধতি সবচেয়ে বেশি ইফেক্টিভ(নিজেই ট্রাই মেরেছিলাম)।উল্লেখ্য যে, সরকার থেকে GOVT INFO এর এস এম এস কোনভাবে বন্ধের সিস্টেম নাই।

How To Stop Promotional SMS (DO NOT DISTURB – DND Service)
বাংলালিংকের প্রমোশনাল মেসেজ বন্ধের উপায়ঃ মেসেজ অপশনে গিয়ে OFF লিখে 6121 নাম্বারে পাঠালেই সকল বিরক্তিকর প্রমোশনাল এস এম এস আসা বন্ধ হয়ে যাবে আশা করা যায়।
এয়ারটেলের প্রমোশনাল মেসেজ বন্ধের উপায়ঃ *121*9*1# অথবা *121*7*5# এই USSD কোড ডায়াল করলেও সকল জ্বালাদায়ক অফারের মেসেজ থেকে পরিত্রান পাওয়া যেতে পারে।