MNP In Bangladesh

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশিত ”নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল” (এমএনপি) সেবা চালু হচ্ছে আগামী ১ অক্টোবর। এই সেবার অধীনে আপনি আপনার মোবাইল নম্বর অপরিবর্তিত রেখেই অন্য অপারেটরে যেতে পারবেন। ধরুন আপনি ০১৭৩XXXXXXX জিপির এই নম্বরটি ব্যবহার করতেছেন এবং সেই অপারেটরে সার্ভিস/কল রেট ইত্যাদিতে খুশি নন। শুধুমাত্র নম্বর পরিবর্তনের ঝামেলা এড়াতে অনেকটা বাধ্য হয়েই হয়তো সেই অপারেটর ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু এখন চাইলে সেই ০১৭৩ নম্বরটি পরিবর্তন না করেই অন্য যে কোন অপারেটর যেমন রবি/বাংলালিংক/টেলিটক – এ মাইগ্রেট হয়ে উক্ত নেটওয়ার্কের অধীনে যেতে এবং সকল সুবিধা ভোগ করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে, আপনার ০১৭৩ সিরিজের নম্বর হওয়া সত্বেও বাংলালিংক/টেলিটক/রবি/এয়ারটেলের নেটওয়ার্কের অধীনে যেতে পারছেন!!

 

এম এন পি সার্ভিস উপভোগ করতে একজন গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট মোবাইল ফোনের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে।  নির্দিষ্ট ফি প্রদান ও পুরনো সিম বদল করে নতুন সিম নিতে হবে। অপারেটর পরিবর্তন করতে ভ্যাট সহ ৫৫টাকা চার্জ দিতে হবে এবং একবার অপারেটর পরিবর্তন করলে নুন্যতম পরবর্তী ৯০দিন সেই অপারেটরের গ্রাহক হিসেবে থাকতে হবে। উক্ত সময়সীমা অতিক্রম হলে আবোরো এই সুযোগ কাজে লাগিয়ে অন্য অপারেটরে যেতে পারবেন। উল্লেখ্য যে, নিজ নিজ অপারেটরের সিম রিপ্লেসমেন্ট চার্জ হিসেবে ১০০টাকা লাগবে। সেক্ষেত্রে টোটাল কস্ট বেড়ে ১৫৫ টাকা হয়ে যাবে।

 

সার্বিক দিক বিবেচনায়, এই সার্ভিস চালু হওয়ায় টেলিকম কোম্পানিদের মাঝে প্রতিযোগিতার সৃষ্টি হবে এবং গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পাবে বলেই ধারণা করা হচ্ছে।

 

Click Here to Leave a Comment Below 0 comments