bKash Bill Pay Service
বিভিন্ন মোবাইল বিল পে সার্ভিসের কল্যাণে সবার কাছেই ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করাটা এখন একটি অতীত। এর সর্বশেষ সংযোজন হল ” bKash BILL PAY SERVICE ” । এখনো বিকাশ তাদের বিল পে সার্ভিসটি সেভাবে প্রচরণা চালায়নি। তবে সবচেয়ে মজার ব্যপার হল অন্যান্য বিল পে মাধ্যমগুলি ৫-২০টাকা চার্জ করলেও নেসকো , ডেসকো(প্রিপেইড) এবং পল্লীবিদ্যুতের এর বিদ্যুৎ বিল পুরোপুরি চার্জ ছাড়াই দেয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে। বিল পে করার পদ্ধতিঃ
- প্রথমে *২৪৭# ডায়াল করতে হবে। (এপের মাধ্যমে আপাতত বিল পে করা যাবেনা)
- এরপর ৫ প্রেস করে ”Pay Bill” সিলেক্ট করতে হবে।
- ইলেক্ট্রিসিটি বিল দিতে চাইলে ১ সিলেক্ট করতে হবে
- অতপর পল্লীবিদ্যুত হলে ১ , নেসকো হলে ২ এবং ডেসকো হলে ৩ সিলেক্ট করতে হবে
- বিল চেক করতে ১ সিলেক্ট করতে হবে অথবা সরাসরি বিল পে করতে ২ সিলেক্ট করতে হবে
- এর পর বিল একাউন্ট নাম্বার প্রবেশ করাতে হবে।
- বিলের মাস এবং সাল দিতে হবে (MMYYYY) ফরম্যাটে তার মানে সেপ্টেম্বার ২০১৮ এর বিল হলে লিখতে হবে 092018
- বিল পে এর পরবর্তী ধাপে আপনাকে এমাউন্ট প্রবেশ করাতে হবে
- সর্বশেষ ধাপে পিন নাম্বার প্রবেশ করতে হবে।
- কিছুক্ষণের মাঝেই কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।
**প্রতিবার বিল একাউন্ট নাম্বার প্রবেশ করাতে না চাইলে ”MY bKash” অপশন থেকে ”Manage Beneficiary” সিলেক্ট করে বিলের একাউন্ট নাম্বারটি সেইভ করে নিতে পারেন। এক্ষেত্রে ধাপগুলি হচ্ছে *247#>7>4>1>1
** উল্লেখ্য যে, Grameenphone এর GPAY ও দিচ্ছে একই সার্ভিস।